কুড়িগ্রাম থেকে, রাশিদুল ইসলামঃ- কুড়িগ্রাম মজিদা আদর্শ ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগের কমিটি গঠন করা হয়েছে। সোমবার সকালে কুড়িগ্রাম সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি এএফএম মোহাইমিনুল হক ফরহাদ ও সাধারণ সম্পাদক মাহফুজার রহমান মিঠু স্বাক্ষরিত এক পত্রে ওই কলেজের বিএ প্রথম বর্ষের ছাত্র মো: সুজন আহম্মেদকে সভাপতি ও বিবিএ প্রথম বর্ষের ছাত্র মো: মাইদুল ইসলাম মাহিনকে সাধারণ সম্পাদক করে এক বছরের মেয়াদে শাখা কমিটির অনুমোদন দিয়েছে।
এই কমিটিকে দ্রুততম সময়ের মধ্যে ৭১ সদস্য বিশিষ্ট মূল কমিটি গঠন করতে অনুরোধ করা হয়েছে। কুড়িগ্রাম সদর উপজেলা ছাত্রলীগ এক প্রেস রিলিজের মাধ্যমে সাংবাদিকদের এসব কথা জানান।