
চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধিঃ- কুমিল্লার চৌদ্দগ্রামে কুড়িয়ে পাওয়া একটি স্বর্ণের ব্রেসলেট পেয়ে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করে সততার দৃষ্টান্ত স্থাপন করলেন এসআই শেখ আবদুস সবুর। গতকাল শনিবার বিকেলে সাংবাদিকদের উপস্থিতিতে ১০ আনা ১২ রত্তি ওজনের ব্রেসলেটের মালিক জগন্নাথদীঘি ইউনিয়নের আতাকরা গ্রামের বেলাল হোসেনের স্ত্রী আকলিমা আক্তারের কাছে হস্তান্তর করা হয়। জানা গেছে, শুক্রবার সকাল সাড়ে নয়টায় চৌদ্দগ্রাম বাজারে মহাসড়কের পাশে অবস্থিত ফল দোকানের দোকানের সামনে আকলিমা আক্তার(৪০) স্বর্ণের ব্রেসলেটটি হারিয়ে ফেলে। কিছুক্ষণ পর থানার এসআই শেখ আবদুস সবুর সেটি কুড়িয়ে পান। একদিন পর গতকাল শনিবার বিকেলে প্রকৃত মালিকের সন্ধান পেয়ে ব্রেসলেটটি হস্তান্তর করেন তিনি। এতে সন্তোষ প্রকাশ করে তাকে ধন্যবাদ জানিয়েছে সচেতন মহল। অনেকে জানিয়েছেন- এজন্য পুলিশ সদস্য আবদুস সবুরকে পুরুস্কৃত করা প্রয়োজন। মোঃ শাহীন আলম