২১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার, ৭ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে রমজান, ১৪৪৬ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • ঢাকা
  • কৃষক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা




কৃষক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : এপ্রিল ১৯ ২০১৮, ২২:২৭ | 890 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

মোঃ ইব্রাহিম হোসেন, ষ্টাফ রিপোর্টারঃ- বাংলাদেশ কৃষক লীগের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। দেশের কৃষির উন্নয়ন ও কৃষকের স্বার্থ রক্ষার জন্য স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালের ১৯ এপ্রিল বাংলাদেশ কৃষক লীগ প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠাকালীন থেকে কৃষকদের সংগঠিত করা, তাদের দাবি আদায় ও দেশের সব গণতান্ত্রিক আন্দোলনে গৌরবোজ্জ্বল ভূমিকা পালন করে আসছে কৃষক লীগ।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ ১৯ এপ্রিল ২০১৮ রোজ বৃহস্পতিবার সকাল ৬:টার সময় ধানমণ্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর প্রাঙ্গণে কৃষক লীগের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন দলের সভাপতি আলহাজ্ব মোঃ মোতাহার হোসেন মোল্ল্যা।

এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন নাহার লাইলী, বাংলাদেশ কৃষক লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক এ্যাড. খোন্দকার সামসুল হক রেজা, সহ-সভাপতি আলহাজ্ব শেখ মোঃ জাহাঙ্গীর আলম, যুগ্ন-সাধারণ সম্পাদক কৃষিবিদ সমীর চন্দ্র চন্দ, যুগ্ম-সাধারণ সম্পাদক ও মাননীয় সংসদ সদস্য, এ্যাড. উম্মে কুলসুম স্মৃতি, সাংগঠনিক সম্পাদক আতিকুল হক আতিক, কৃষিবিদ বিশ্বনাথ সরকার বিটু, আলহাজ্ব এ্যাড মোঃ সামছুল হক, জনাব রেজাউল করিম, এাড. গাজী জসীম উদ্দীন, মানব সম্পদ বিষয়ক সম্পাদিকা এ্যাড. শামিমা শাহরিয়ার, প্রচার ও প্রকাশনা সম্পাদক আলহাজ্ব একেএম আজম খান’সহ প্রমুখ।

দিবসটি উপলক্ষে ধানমণ্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন সংগঠনটির নেতাকর্মীরা। এ জন্য সকাল ৬:৩০ সময় রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে কৃষক লীগের নেতারা টুঙ্গিপাড়ার উদ্দেশে যাত্রা করবেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET