ক্রীড়া ডেস্ক– ভারতীয় প্রিমিয়ার লীগে (আইপিএল) কলকাতা নাইট রাইডার্সের সর্বকালের সেরা একাদশে জায়গা করে নিলেন সাকিব আল হাসান। আইপিএল শুরু হয়েছে ২০০৮ থেকে। এখন চলছে নবম আসর। প্রথম আসর থেকেই আইপিএলের রয়েছে কলকাতা নাইট রাইডার্স। কিন্তু বাংলাদেশের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ক্লাবটিতে যোগ দেন ২০১১ সালে। প্রথম বছর তেমন সুবিধা করতে না পারলেও পরের বছর নাইট রাইডার্সের শিরোপা জয়ে দারুণ ভূমিকা রাখেন সাকিব। এরপর ২০১৪ সালে তার হাত দিয়েই শিরোপা নিশ্চিত করে কলকাতা। আইপিএলের শুরু থেকে ক্লাবটিতে রিকি পন্টিং, ব্রেন্ডন ম্যাককালাম, ব্রেট লি ও শোয়েব আখতারের মতো তারকা খেলোয়াড়রা খেলেছেন। আর বাঘাবাঘা ওই খেলোয়াড়দের টপকে সেরা একাদশে জায়গা করে নিয়েছেন সাকিব আল হাসান। আইপিএলের পাঁচ আসরে এখন পর্যন্ত ৩৮ ম্যাচে সাকিব ২২.২৩ গড়ে করেছেন ৪৬৯ রান। ১৩৩.২৩ স্ট্রাইক রেটে দুটি ফিফটি আছে তার। অন্যদিকে বল হাতে ৩৮ ম্যাচে ২৩.৮০ গড়ে নিয়েছেন ৪১ উইকেট। ৬.৯৯ ইকোনমি বোলিংয়ে তার সেরা সাফল্য ১৭ রানে ৩ উইকেট।
কেকেআর-এর সর্বকালের সেরা একাদশ
গৌতম গম্ভীর (অধিনায়ক), রবিন উথাপ্পা (উইকেটরক্ষক), সৌরভ গাঙ্গুলি, জ্যাক ক্যালিস, মনীশ পাণ্ডে, ইউসুফ পাঠান, সাকিব আল হাসান, আন্দ্রে রাসেল, পিযূশ চাওলা, সুনীল নারাইন, লক্ষ্মিপতি বালাজি, মনোজ তিওয়ারি (১২তম)এ