জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোল্লা মাসুমুল হকের মা সুফিয়া বেগম (৮৬) এর জানাযা ও দাফন কার্য সম্পন্ন হয়েছে। শুক্রবার (৯ ফেব্রুয়ারি) সকাল দশটায় বাগেরহাট জেলা সদরের কেজেএসপি ইউ (রাজাপুর) কলেজিয়েট স্কুল মাঠ প্রাঙ্গনে এলাকাবাসী আত্মীয়-স্বজন ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের উপস্থিতিতে মরহুমার জানাজার নামাজ সম্পন্ন হয়। জানাজা শেষে রাজাপুর গ্রামের তাদের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।
মরহুমার জানাজা নামাজে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা বিএনপির আহবায়ক ইঞ্জিনিয়ার এটিএম আকরাম হোসেন তালিম, সদস্য সচিব মোজাফফর রহমান আলম, সদস্য ব্যারিস্টার শেখ মোঃ জাকির হোসেন, পৌর বিএনপির আহবায়ক এসকেন্দার হোসেন, রামপাল উপজেলা বিএনপি’র আহ্বায়ক হাফিজুর রহমান তুহিন।
কেন্দ্রীয় যুবদলের ভাইস প্রেসিডেন্ট যুবদল দপ্তরের দায়িত্বে নিয়োজিত কামরুজ্জামান দুলাল, সাবেক সহ সম্পাদক মাহফুজুর রহমান মিনার, বাগেরহাট জেলা যুবদলের সহকারী সমন্বয়ক মনিরুজ্জামান সোহাগ, সোহেল তরফদার, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক বাপ্পি আহমেদ বাবু, রামপাল উপজেলা যুবদলের আহবায়ক মল্লিক জিয়াউল ইসলাম, জেলা যুবদলের সাবেক আইন বিষয়ক সম্পাদক এডভোকেট শিকদার ইমরান হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলনেতা অসিকুর রহমান (ওসিক), মোহাম্মদ ইউসুফ, মানজুর ডাকুয়া, শেখ উজ্জল, মোল্লা শারাফাত হোসেন প্রমূখ।
সুফিয়া বেগমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি প্রদান করেছেন বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার এটিএম আকরাম হোসেন তালিম। তিনি মরহুমার আত্মার মাগফিরাত কামনা করে বলেন আল্লাহ যেন তার সকল ভুল ত্রুটি ক্ষমা করে তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন।
Please follow and like us: