
যশোরের কেশবপুর উপজেলার গৌরীঘোনা ইউনিয়নের ৫নং আগরহাটি ওয়ার্ড কৃষকলীগ ও স্বেচ্ছাসেবক লীগের পরিচিতি সভা শুক্রবার সন্ধ্যায় আগরহাটী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। আগরহাটি ওয়ার্ড কৃষকলীগের সভাপতি আব্দুল খালেক ও আগরহাটি ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগের সভাপতি জি এম ফিরোজ আহম্মেদের সভাপতিত্বে পৃথক দুটি পরিচিত সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমিন। প্রধান বক্তার বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কার্তিক চন্দ্র সাহা, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক রমেশ দত্ত, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, গৌরীঘোনা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রেজাউল আনাম, যুগ্ম-সম্পাদক ফারুকুর রশীদ, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ইউপি সদস্য মাজাহারুল ইসলাম, প্রচার সম্পাদক আব্দুল মান্নান মুন্না, গৌরীঘোনা ইউনিয়ন কৃষকলীগের সভাপতি রেজাউল আনাম, সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন, গৌরীঘোনা ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক এস এম মাসুদুর রহমান, যুগ্ম-আহ্বায়ক সেলিম খান, রামমোহন রায়, ইসমাইল হোসেন ফকির ও রুহুল কুদ্দুস সরদার, আওয়ামী লীগনেতা রবিউল ইসলাম রবি ও ইউপি সদস্য আসাদুজ্জামান আসাদ। উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সদস্য জাহাঙ্গীর আলম, পাঁজিয়া ইউনিয়ন আওয়ামী লীগনেতা ও আর্ন্তজাতিক ব্যাবসায়ী জসীম উদ্দীন, হাসানপুর ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক ওবায়দুর রহমান ওহাব, সাবেক যুগ্ম-আহ্বায়ক জি এম আলতাফ হোসেন, পৌর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-আহ্বায়ক সেলিম খান, পৌর যুবলীগনেতা কামাল খান, যুবলীগনেতা লিটন হোসেন প্রমুখ। বক্তব্য রাখেন যুবলীগনেতা আরাফাত শেখ, বি এম ফরিদ আক্তার, মিজানুর রহমান গোলদার, মামুন গোলদার প্রমুখ। অনুষ্ঠন সঞ্চালনা করেন রাকিবুল হাসান মোড়ল।