
এস আর সাঈদ, কেশবপুর (যশোর) থেকে ॥ কেশবপুরের আলতাপোল কোমল স্মৃতি সংসদের আয়োজনে শুক্রবার বিকালে আলতাপোল সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। আলতাপোল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি আমির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক ও প্যানেল মেয়র বিশ্বাস শহিদুজ্জামান শহিদ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জয় সাহা ও সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান গৌতম রায়। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ম-সম্পাদক নূরুল ইসলাম খান, সদস্য আব্দুল গফুর, ব্যাবসায়ী বিশ্বাস অহিদুজ্জামান, উত্তম বসু, ছাত্রীগনেতা পলাশ মল্লিক, কোমল স্মৃতি সংসদের রুহুল আমিন, আয়ুব হোসেন প্রমুখ। উদ্বোধনী খেলায় কেশবপুর তন্দ্রা খেলাঘর একাদশ ও বালিয়াডাঙ্গা স্পোটিং ক্লাবের মধ্যে অনুষ্ঠিত হয়। তবে খেলাটি অমিমাংসিত রয়ে যায়। খেলায় রেফারীর দায়িত্ব পালন করেন শওকত হোসেন।