
এস আর সাঈদ ,কেশবপুর (যশোর) প্রতিনিধি ॥ কেশবপুর উপজেলার গৌরীঘোনা ইউনিয়ন পরিষদের স্থগিত কৃত সন্যাসগাছা কেন্দ্রের ভোট গ্রহণ আগামী সোমবার ৩১ অক্টোবর অনুষ্ঠিত হবে। গত ২৮ মে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে গোলযোগের কারণে উক্ত কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত হয়ে যায় । নির্বাচনে চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী, সংরক্ষিত মহিলা সদস্য পদে ৫ জন প্রার্থী ও সাধারণ সদস্য পদে ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানাগেছে, স্থগিত হওয়া ৯নং সন্যাসগাছা ওয়ার্ডের ছাড়া বাকি কেন্দ্রে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকে এস এম হাবিবুর রহমান ৬ হাজার ১ শত ৪৫ ভোট, বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকে এস এম রুবেল হাসনাত পাশা ৯ শত ৬৮ ভোট, জাতীয় পার্টি মনোনীত লাঙ্গল প্রতীকে এস এম মুজিবুর রহমান ৩৪ ভোট, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আনারস প্রতীকে এস এম সিদ্দিকুর রহমান ৪ হাজার ২ শত ৩৮ ভোট এবং এস এম মাহাবুর রহমান উজ্জ্বল মোটর সাইকেল প্রতীকে ১০ ভোট পেয়েছেন। অপরদিকে সংরক্ষিত মহিলা সদস্য পদে স্থগিত হওয়া ৯নং সন্যাসগাছা ওয়ার্ডের ছাড়া বাকি ২ কেন্দ্রে মুক্তা পারভীন কলস প্রতীকে ৩ শত ৭১ ভোট, রূপালী বেগম হেলিকপ্টার প্রতীকে ৪৯ ভোট, লতিফা বেগম মাইক প্রতীকে ৪ শত ৯৪ ভোট, শরীফা বেগম বক প্রতীকে ৫ শত ৬৯ ভোট ও সারমিন আক্তার সিমা বই প্রতীকে ১ হাজার ৫ শত ১০ ভোট পেয়েছেন। সন্যাসগাছা কেন্দ্রের প্রাপ্ত ভোট যোগ হওয়ার পরই চেয়ারম্যান ও সংরক্ষিত মহিলা মেম্বরের ফলাফল ঘোষণা হবে। অপরদিকে সাধারণ সদস্য পদে আব্দুর রশিদ বৈদ্যুতিক পাখা, শরিফুল টিউবয়েল, আবু দাউদ তালা, আমিরুল আপেল, জিয়াউর মোরগ, লুৎফর রহমান ফুটবল ও সহিদুল গাজী ক্রিকেট ব্যাট নিয়ে প্রতিদ্বন্দিতা করছেন। নির্বাচনে ৯নং সন্যাসগাছা ওয়ার্ডে ২ হাজার ২শত ১৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
এব্যাপারে উপজেলা নির্বাচন অফিসার জিয়া উদ্দীন খালিফা জানান, স্থগিতকৃত সন্যাসগাছা কেন্দ্রের ভোট গ্রহণের সকল প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে এবং সোমবার ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।