
এস আর সাঈদ, কেশবপুর (যশোর) প্রতিনিধি-
কেশবপুর উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক। রবিবার দিনব্যাপী তিনি উপজেলার মঙ্গলকোট বাজার পূজা মন্দির, বিদ্যানন্দকাটি দূর্গা মন্দির, ভেরচী নিমতলা রাধা গোবিন্দ সেবাশ্রম পূজা মন্দির, সারুটিয়া দূর্গা মন্দির, আড়–য়া দূর্গা মন্দির, চাঁদড়া দত্তপাড়া পূজা মন্দির, ভাল্যুকঘর রথখোলা পূজা মন্দির, সাগরদাঁড়ি মধুসূদন পূজা মন্দির, টিটা-মোমিনপুর গোবিন্দ ও কালি মন্দির, কাকিলাখালি কালিতলা মন্দির ও মজিদপুর দাসপাড়া কালিতলা গোবিন্দ মন্দির এবং শনিবার সন্ধ্যায় কেশবপুর কালী মন্দির, শ্রীগঞ্জ কালীতলা পূজা মন্দির, হরিতলা দূর্গাপূজা, বালিয়াডাঙ্গা দেবালয়, মাগুরাডাঙ্গা ত্রিপল্লী দূর্গা মন্দির, পাঁজিয়া দূর্গা মন্দির ও বৃহত্তর পাঁজিয়া সার্বজনীন কালী মন্দির পরিদর্শন করেন। বালিয়াডাঙ্গা দেবালয়ে ট্রাস্টের সভাপতি বিশিষ্ট সাংবাদিক শ্যামল সরকারের সভাপতিত্বে ও দেবালয়ে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন যশোরে জেলা প্রশাসন ড. মোহম্মদ হুমায়ুন কবীর, কেশবপুর পৌর মেয়র রফিকুল ইসলাম মোড়ল, যশোর জেলা লেডিস ক্লাবের সভাপতি রুনা লায়লা। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার লিটন আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল লতিফ রানা, ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক, থানার অফিসার ইনচার্জ সহিদুল ইসলাম সহিদ, তদন্ত ওসি শেখ মাসুদুর রহমান, পাঁজিয়া ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম মুকুল, বিদ্যানন্দকাটি ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি তপন কুমার ঘোষ মন্টু, সহ-সভাপতি এ্যাড. রফিকুল ইসলাম পিটু, দপ্তর সম্পাদক মফিজুর রহমান মফিজ, সহ-দপ্তর সম্পাদক মনোজ তরফদার, উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক প্যানেল মেয়র বিশ্বাস শহিদুজ্জামান শহিদ, উপজেলা ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক খন্দকার আব্দুল আজিজ ও মনিরুজ্জামান মুন্না প্রমুখ।