কেশবপুর উপজেলার ভরতভায়না পশ্চিমপাড়া দ্বিতীয়তলা মসজিদ সংলগ্ন তানজিমুল কোরআন মাদ্রাসার উদ্যোগে ও মাদ্রাসার প্রতিষ্ঠাতা ইতালী প্রবাসী জহুরুল ইসলাম মোল্যার সার্বিক সহযোগিতায় শনিবার দিবাগত রাতে বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আলহাজ্ব ইসমাইল হোসেন সরদারের সভাপতিত্বে অনুষ্ঠিত ওয়াজ মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেশবপুর সরকারি ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিজানুর রহমান।
প্রধান বক্তা হিসেবে ওয়াজ করেন চ্যানেল-২৪ ও একুশে টিভির ধর্মীয় আলোচক শায়েখ সাইফুল্লাহ বিন কোরবান। দ্বিতীয় বক্তা হিসাবে ওয়াজ করেন চ্যানেল নাইন, আরটিভি ও বাংলাভিশনের ধর্মীয় আলোচক মাওলানা মাহমুদুল হাসান-বিন মেহেদী। ওয়াজ মাহফিলে আরো উপস্থিত ছিলেন আলহাজ্ব আতিয়ার রহমান মোল্যা, আজিজুর রহমান মোল্যা, ইউপি সদস্য আফজাল হোসেন-সহ ভরতভায়না তানজিমুল কোরআন মাদ্রাসা কমিটির নেতৃবৃন্দ।