
এস আর সাঈদ, কেশবপুর (যশোর) ঃ
কেশবপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত মধ্যকুলের ১৯ মাইলের মাথা হতে কেরামত খাঁর বাড়ি পর্যন্ত ৩৩৫ মিটার মাটির রাস্তাটি সুশীলনের ওয়াটার লগড প্রকল্পের আওতায় মাটি দ্বারা উঁচুকরণ করা হয়েছে। বুধবার দুপুরে ইউপি সদস্য আব্দুর রহিমের সভাপতিত্বে উঁচুকরণ কাজে নিয়োজিত উপকারভোগি ৬২ জন শ্রমিকদের মাঝে প্রধান অতিথি হিসাবে ১ লাখ ২৪ হাজার টাকা বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান এইচ এম আমির হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেশবপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক আলাউদ্দীন আলা। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সুশীলনের ওয়াটার লগড প্রকল্পের প্রজেক্ট কর্ডিনেটর সাহেদা খাতুন ডালিম, প্রজেক্ট অফিসার জ্যোৎ আফরিন, সুশেন মন্ডল, তন্দ্র দত্ত প্রমুখ।