যশোরের কেশবপুর উপজেলার ত্রিমোহিনী ইউনিয়নের মির্জানগর নতুন জামে মসজিদে দোয়া ও ইফতার মাহফিল মঙ্গলবার বিকালে অনুষ্ঠিত হয়েছে। ত্রিমোহিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম আনিসুর রহমান আনিসের সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মফিজুর রহমান মফিজ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কেশবপুর সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কবির হোসেন, সাতবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগনেতা আমজাদ হোসেন, ত্রিমোহিনী ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক শেখ ওহেদুজ্জামান মিন্টু, ত্রিমোহিনী ইউনিয়ন পরিষদের সদস্য হারুন অর রশিদ মন্টু, আজিজুর রহমান, ইলিয়াস হোসেন সবুজ, আনোয়ার হোসেন, আনোয়ারুল ইসলাম, আলমগীর সিদ্দিক প্রমুখ। দোয়া পরিচালনা করেন ইউপি সদস্য সাহিদুল ইসলাম।