
আগামি ২৫ জানুয়ারি বাংলা সাহিত্যে অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ১৯৭তম জন্মবার্ষিকী। এ উপলক্ষে প্রতিবছর কবির জন্মভূমি যশোরের কেশবপুর উপজেলার কপোতাক্ষ নদ পারে সাগরদাঁড়িতে আয়োজন করা হয়ে থাকে সপ্তাহব্যাপী মধুমেলার। তবে এ বছর করোনা ভাইরাসের কারণে মধুমঞ্চে ২৫ জানুয়ারি (সোমবার) মধুকবির জীবনীর উপর আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ লক্ষে চলছে মধুমঞ্চ সাজসজ্জা ও আলোক সজ্জার কাজ।
মধুকবির জন্মভূমি সাগরদাঁড়িতে গিয়ে দেখা গেছে, মধুকবির জন্মবার্ষিকী উদযাপন করার লক্ষে আয়োজক কমিটির উদ্যোগে গেট তৈরি, মধুমঞ্চ প্রস্তুত করাসহ আগত দর্শকদের বসার জন্য প্যান্ডেল তৈরিতে দিনভর ব্যস্ত সময় পার করছেন শ্রমিকেরা। বাঁশ দিয়ে তৈরি এসব কাজ রোববারের মধ্যেই শেষ হবে বলে জানা গেছে। মধুমঞ্চ প্রস্তুত করার সময় শ্রমিক ইয়াকুব আলী ও রাসেদ হোসেনের সাথে কথা হলে তারা জানান, সাতক্ষীরা সদরের ভালুখালী এলাকা থেকে তারা এসেছেন। গত ৪ দিন ধরে মধুমঞ্চ, গেট ও প্যান্ডেল তৈরির কাজ করছেন।