
কেশবপুর (যশোর) প্রতিনিধি :
যশোরের কেশবপুর উপজেলার সাগরদাঁড়ি বাজেরে ব্যাবসায়ীর উপর হামলার ঘটনার প্রতিবাদে দোকান বন্ধ রেখে ধর্মঘট পালন ও মানববন্ধন করেছে ব্যাবসায়ীরা। কেশবপুর থানায় লিখিত অভিযোগে জানাগেছে, উপজেলার সাগরদাঁড়ি বাজারের মুদি ব্যাবসায়ী সঞ্জয় দেবনাথের দোকান থেকে সাগরদাঁড়ি গ্রামের জনাব আলী মোড়লের ছেলে কচির উদ্দীন ইতিপূর্বে ২ হাজার ৫ শত টাকার মালামাল বাকী নিয়ে তা পরিশোধ করেনি। শুক্রবার সন্ধ্যায় সে সিগারেট বাকী চাইলে ব্যাবসায়ী তা দিতে অপারকতা প্রকাশ করেন এবং পূর্বের বাকী ২ হাজার ৫ শত টাকা পরিশোধের দাবী জানায়। বাকী না দেওয়ায় কচির উদ্দীন উত্তেজিত হয়ে ৪/৫ জনকে সাথে নিয়ে লোহার রড দিয়ে ব্যাবসায়ী সঞ্জয় দেবনাথের উপর হামলা চালায় এবং দোকানের ক্যাশ বাক্স থেকে নগদ ৩০ হাজার টাকা-সহ বিভিন্ন মালামাল লুটপাট করে নিয়ে চলে যায়। মারাত্মক আহতাবস্থায় সঞ্জয় দেবনাথ কে উদ্ধার করে কেশবপুর হাসপাতালে ভর্তি করা হয়। ব্যাবসায়ীর উপর হামলার প্রতিবাদে শনিবার সকালে সাগরদাঁড়ি বাজারের সকল দোকান-পাট বন্ধ রেখে ব্যাবসায়ীরা মানববন্ধন করেন। খবর পেয়ে কেশবপুর থানার অফিসার ইনচার্জ সহিদুল ইসলাম শনিবার দুপুরে বাজার কমিটির সভাপতি সুভাষ দেবনাথ ও সাধারণ সম্পাদক রাজ্জাক আহম্মেদ রাজুর নেতৃত্বে ব্যাবসায়ীর সাথে এক মতবিনিময় করেন। এসময় থানার অফিসার ইনচার্জ সহিদুল ইসলাম কচির উদ্দীনের গেফতার পূর্বক দৃষ্টান্ত মূলক শাস্তির আশ্বাস দিলে ব্যাবসায়ীরা ধর্মঘট প্রত্যাহার করে নেন।