
কেশবপুর (যশোর) প্রতিনিধি-
কেশবপুরে অভিনব কায়দায় মাছের ঘের থেকে ২০ লাখ টাকার মাছ চুরির অভিযোগ পাওয়া গেছে।
কেশবপুর থানায় অভিযোগ সূত্রে জানাগেছে, উপজেলার নারায়নপুর গ্রামের মৃত হাশেম আলী মোড়লের পুত্র জহুরুল ইসলাম মাষ্টার উপজেলার বেতীখোলা উত্তর মৌজা বিলে ৯০ বিঘা জমি লিজ নিয়ে একটি মাছের ঘের তৈরী করে। বিল সংগলœ এলাকায় অনুকুল পরিবেশ থাকায় প্রচুর মাছ উৎপাদিত হয়েছে। উক্ত ঘেরের পাশে বেতীখোলা গ্রামের আফছার আলী সরদারের পুত্র মতিয়ার রহমান সরদার একই ভেড়ির পাশে ৭ বিঘা জমি নিয়ে একটি পকেট ঘের তৈরী করে। গত ১২ অক্টোবর উক্ত মাছের ঘেরে পশ্চিম পাশে ভেড়ি বাঁধের মধ্যে একটি বড় পাইপ সেট করে বৃষ্টির পানি ঐ পাইপ দিয়ে প্রবেশ করায়। এ সময় জহুরুল ইসলাম মাষ্টারের ঘের হতে প্রায় ৩ শত মন চিংড়ি সহ বিভিন্ন প্রজাতির সাদা মাছ তার ঘেরে প্রবেশ করে। যার আনুমানিক মূল্য ২০ লাখ টাকা। এসময় জহুরুল ইসলাম মাষ্টারের ঘেরের কর্মচারী মিন্টু বাঁধা দিলে তাঁকে বিভিন্ন প্রকার ভয়ভিতি ও হত্যার হুমকী দেয়। জহুরুল ইসলাম মাষ্টার কেশবপুর থানায় একটি অভিযোগ করে। এব্যাপারে থানার অফিসার ইনচার্জ সহিদুল ইসলাম বলেন, তদন্ত পূর্বক বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণের জন্য তদন্তকারী কর্মকর্তাকে নির্দেশ দিয়েছি। এব্যাপারে মতিয়ার রহমান সরদারের বক্তব্য নিতে যেয়ে বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।