
কেশবপুর (যশোর) প্রতিনিধি:-
কেশবপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ইঁদুর নিধন অভিযান-২০১৬ রবিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উদ্বোধন করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার শরীফ রায়হান কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে ইঁদুর নিধন অভিযান-২০১৬-এর উদ্বোধন করেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল লতিফ রানা, ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক, মজিদপুর ইউপি চেয়ারম্যান আবু বকর আবু, সুফলাকাটি ইউপি চেয়ারম্যান মাষ্টার আব্দুস সামাদ, পাঁজিয়া ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম মুকুল ও সাগরদাঁড়ি ইউপি চেয়ারম্যান কাজী মুস্তাফিজুল ইসলাম মুক্তো। বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মহাদেব চন্দ্র সানা, থানার অফিসার ইনচার্জ সহিদুল ইসলাম সহিদ, কৃষি সম্প্রসারণ অফিসার রুহুল আমিন, সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার আব্দুল মান্নান প্রমুখ।