
এস আর সাঈদ, কেশবপুর (যশোর) :
কেশবপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসের উপ-সহকারী কৃষি অফিসার পৌর সভার মধ্যকুল গ্রামের বাসিন্দা মনজুর রহমান খানের বাড়িতে এক দুঃসাহসিক চুরি সংঘটিত হয়েছে। বাড়িতে কেউ না থাকায় সূযোগে শনিবার রাতে অজ্ঞাত চোরেরা ঘরের টিনের ছাউনি খুলে ভিতর প্রবেশ করে আলমারী ও সাববাক্স ভেঙ্গে নগদ ২৯ হাজার টাকা, ১৫ ভরি স্বর্ণালংকার ও মূল্যবান কাপড়-সহ প্রায় ৮ লাখ টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে। রবিবার সকালে মনজুর রহমান খান ঢাকা থেকে বাড়িতে এসে ঘরের মালামাল তছনছ করা দেখতে পান এবং চুরির ঘটনা জানতে পারেন। মনজুর রহমান দৈনিক কালেরকন্ঠ প্রত্রিকার কেশবপুর প্রতিনিধি নূরুল ইসলাম খানের ভাই। চুরির ঘটনায় মনজুর রহমান খান কেশবপুর থানায় একটি এজাহার দায়ের করেছেন।