
যশোর-৬ কেশবপুর সংসদীয় আসনের সংসদ সদস্য ও যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার এমপির নির্দেশনায় কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌরসভার পক্ষ থেকে ১০টি অক্সিজেন সিলিন্ডার ও ৩০ টি পালস অক্সিমিটার প্রদান করা হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাক্তার মোঃ আলমগীর হোসেনের নিকট রবিবার বিকালে ১ লক্ষ ৩০ হাজার টাকা ব্যায়ে ১০টি অক্সিজেন সিলিন্ডার ও ৩০ টি পালস অক্সিমিটার আনুষ্ঠানিক ভাবে হস্তান্তর করেন পৗর সভার মেয়র রফিকুল ইসলাম। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, পৌরসভার সচিব মোশারফ হোসেন, পৌর কাউন্সিলর কামাল খান, পৌর কাউন্সিলর জি এম কবির হোসেন, পৌর কাউন্সিলর আসমা খলিল, ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাবিবুর রহমান হাবিব, ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সমাস্পাদক খলিলুর রহমান, সাংবাদিক নার্গিস পারভীন প্রমুখ।
উল্লেখ্য করোনা ভাইরাসে আক্রান্ত অসহায় ও দরিদ্র রোগীদের চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উক্ত ১০টি অক্সিজেন সিলিন্ডার ও ৩০ টি পালস অক্সিমিটার খুবই জরুরী ছিল। যে চাহিদা পূরণ হয়ে গেল।