যশোরের কেশবপুরে করোনায় আক্রান্ত হয়ে এক বৃদ্ধা মারা গেছেন। শুক্রবার সকালে তিনি খুলনায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাক্তার আলমগীর হোসেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, উপজেলার মঙ্গলকোট ইউনিয়নের কন্দোর্পপুর গ্রামের মৃত আনার আলী মীরের স্ত্রী ফজিলা বেগম (৮০) সম্প্রতি করোনা ভাইরাসে আক্রান্ত হন। তিনি খুলনায় চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে মারা যান।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা ডাক্তার আলমগীর হোসেন জানান, এ নিয়ে কেশবপুরে করোনায় ৬ জন মারা গেছেন।
Please follow and like us: