যশোরের কেশবপুরে ভ্রাম্যমাণ আদালত, করোনা ভাইরাস সংক্রমণ রোধে সরকার ঘোষিত কঠোর বিধি নিষেধ অমান্য করে মাস্ক না পরার অপরাধে সোমবার দুপুরে পৃথক পৃথক ভ্রাম্যমাণ আদালতে ১৮ ব্যক্তিকে ৮ হাজার ৪শ’ টাকা জরিমানা করেছেন। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এম এম আরাফাত হোসেন এবং সহকারী কমিশনার (ভুমি) ইরুফা সুলতানা ওই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, কেশবপুর শহরের ব্যবসায়ী আলতাপোল এলাকার আব্দুল মালেককে ১ হাজার, মশিয়ার রহমানকে ১ হাজার, আক্তারুজ্জামানকে ১ হাজার ও আব্দুল আহাদকে ১ হাজার, কুশলদিয়া এলাকার নওয়াব আলীকে ১ হাজার, সরফাবাদ এলাকার বিল্লাল হোসেনকে ১ হাজার, নজরুল ইসলামকে ২শ’ এবং মনিরুজ্জামানকে ২শ’ টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এম এম আরাফাত হোসেন।
অপর দিকে, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইরুফা সুলতানা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা কওে পাঁজিয়া ইউনিয়নের পাঁজিয়া বাজার থেকে ১০ ব্যাক্তিকে ২ হাজার টাকা জরিমানা করেছেন।