
কেশবপুর (যশোর) প্রতিনিধি ॥
কেশবপুরে ঐতিহ্য কালোমুখো হনুমান খাদ্যের অভাবে শহর ছেড়ে বিভিন্ন গ্রামাঞ্চলে চলে যাচ্ছে। বর্তমানে কেশবপুর শহরে প্রায় ৫ শত হনুমার রয়েছে। যাদের খাদ্য হিসাবে সরকারীভাবে প্রতিদিন ৪০ কেজি কলা, আড়াই কেজি বাদাম ও ২ কেজি রুটি প্রদান করা হয়। এই সামান্য খাদ্যের কারণে কালোমুখো হনুমান খাদ্যের আন্বেশনে উপজেলার বিভিন্ন গ্রাম-সহ পার্শ্ববর্তী থানা এলাকায় চলে যাচ্ছে। ঐ সকল হনুমান ফিরিয়ে আনতে সরকারীভাবে আরো খাদ্য বরাদ্দরে প্রয়োজন। এদিকে শনিবার সকালে ক্ষুদার্ত হনুমানদের নিজ হাতে রুটি খাওয়ালেন সমাজসেবক সাবদিয়া গ্রামের নজরুল ইসলাম। এসময় উপজেলা ত্রীড়া সংস্থার সদস্য আব্দুল গফুর উপস্থিত ছিলেন। সমাজসেবক নজরুল ইসলামের মত সমাজের বিত্তবানরা এগিয়ে আসলে কেশবপুরে ঐতিহ্য কালোমুখো হনুমান খাদ্য সংকট থেকে রক্ষা পেত।