
এস আর সাঈদ, কেশবপুর (যশোর) প্রতিনিধি ॥
জাতীয় কৃষক সমিতি কেশবপুর উপজেলা শাখা ভবদহে পানিবন্দী মানুষের দাবি বাস্তবায়ন ও তাদের উপর পুলিশের অমানবিক নির্যাতনের জন্য দায়ী পুলিশ কর্মকর্তার শাস্তির দাবিতে রবিবার বিকালে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। স্মারকলিপি প্রদানকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় কৃষক সমিতি যশোর জেলা শাখার সভাপতি এ্যাড. আবু বকর সিদ্দিকী, কেশবপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক শওকত হোসেন, তাপস দাস, আলাউদ্দীন, জামাল উদ্দীন, রনি বিশ্বাস প্রমুখ। উল্লেখ্য দ্রুত পানি সরানোর দাবীতে গত ৫ অক্টোবর ভবদাহের পানিবন্দী মানুষ পূর্ব ঘোষিত কর্মসূচীতে নেন। তাদের একটি অংশ ছিল নারী। ।নেকের কোলে দুগ্ধপোষ্য শিশুও ছিল। পুলিশের বাঁধা পেয়ে জনতা রাস্তার উপর বসে পড়েন। তাদের শান্তিপূর্ণ অবস্থানে অচমকা পুলিশ লাঠিচার্জ করে। আহত হয় আহত হয়েছে অর্ধ-শতাধিক নারী-পুরুষ। সাংবাদিক পরিচয় দিয়েও রেহাই পাননি দুই জন সাংবাদিক এবং সাংবাদিক সম্পর্কে কটুক্তি করে তাদের উপর লাঠিচার্জ করেন অভয়নগর থানার ওসি। পুলিশের হাত থেকে, শিশু, কিশের ও নারীরাও রেহাই পায়নি। তাঁদের ঠেকাতে আহত হন বাংলাদেশ ওয়ার্কাস পার্টির পুলিটব্যুরো সদস্য ও যশোর জেলা শাখার সভাপতি ইকবাল কবির জাহিদ। স্মারকলিপির মাধ্যমে নেতৃবৃন্দ অভয়নগর থানার ওসিকে অপসারণ ও দায়ী পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থার দাবি জানান।