এস আর সাঈদ, কেশবপুর (যশোর) থেকে ॥
যশোরের কেশবপুর উপজেলা জাতীয় শ্রমিক লীগের আয়োজনে ১৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মদিবস ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে জঙ্গবন্ধুর প্রতিকৃতি পুষ্পমাল্য অর্পণ, কেক কাটা ও আলোচনা সভা অুষ্ঠিত হয়েছে। উপজেলা জাতীয় শ্রমিক লীগের যুগ্ম-আহ্বায়ক বাসুদেব মিত্রের সভাপতিত্বে জাতীয় শ্রমিক লীগ কার্যালয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন যশোর জেলা জাতীয় শ্রমিক লীগের সহ-সাংগঠনিক সম্পাদক ও কেশবপুর পৌর সভার কাউন্সিলর মফিজুর রহমান খান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় শ্রমিক লীগনেতা ফরহাদ খান, মিলন বিশ্বাস, নাজমূল হাসান জনি, আমিনুর রহান, টিটো, লিটন, রবিউল ইসলাম, সুজয় দত্ত, মফিজ লালু প্রমুখ।