
এস আর সাঈদ, কেশবপুর (যশোর) প্রতিনিধি ॥ কেশবপুর উপজেলার প্রশাসন ও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তররের আয়োজনে এবং ব্র্যাক ওয়াশ কর্মসূচী ও বাংলাদেশ স্প্রিং প্রকল্পের সহযোগেতায় জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে মঙ্গলবার র্যালি, হাতধোয়া প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার শরীফ রায়হান কবিরের সভাপতিত্বে ও শিশু বিষয়ক অফিসার বিমল কুমার কুন্ডুর সঞ্চালনায় উপজেলা পরিষদের সভাকক্ষে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমিন, ভাইস চেয়ারম্যান আব্দুল লতিফ রানা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ শেখ আবু শাহীন, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার তৌফিকুল ইসলাম, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী খালিদ আহম্মেদ ওসমান, ব্র্যকের উপজেলা ম্যানেজার মুনজুরুল ইসলাম, প্রোগ্রাম অর্গানাইজার শ্যামল কুমার রায়, শহিদুল ইসলাম, স্প্রিং প্রকল্পের মহাবুল হক, রিপন কুমার সরকার প্রমুখ।