
কেশবপুর (যশোর) প্রতিনিধি:-
কেশবপুরে দলিতের হারচয়েস প্রকল্পের উদ্যোগে বৃহস্পতিবার দিনব্যাপী মজিদপুর ইউনিয়নের ২৫ জন নারী অভিভাবকদের দক্ষতা বৃদ্ধিমূলক এক প্রশিক্ষণ দলিতের প্রকল্প অফিসে অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষণ প্রদান করেন দলিতের হারচয়েস প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক হুমাইরা ইসলাম রাইসা। প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ। প্রশিক্ষণে সহায়তা প্রদান করেন দলিতের হারচয়েস প্রকল্পের ইউনিয়ন ফ্যাসালিলেটর সঞ্চিতা গাইন, নাসিমা খাতুন, অপর্ণা রানী দাস, হিসাবরক্ষক নুপুর সাহা ও অফিস সহকারী কনেক সানা। অপরদিকে বুধবার উপজেলার হাসানপুর ইউনিয়নের ২৫ জন নারী অভিভাবকদের দক্ষতা বৃদ্ধিমূলক অনুরুপ প্রশিক্ষণ দলিতের প্রকল্প অফিসে অনুষ্ঠিত হয়েছে।