
এস আর সাঈদ, কেশবপুর (যশোর) থেকে ॥
কেশবপুরে পুলিশ সুপার কাপ ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের খেলার কেশবপুর থানা ২-১ গোলে মণিরাপুর থানাকে পরিজাতি করে সেমিফাইনালে উন্নীত হয়েছে। যশোররের অতিরিক্ত পুলিশ সুপর শহিদ আবু সরোয়ারের সভাপতিত্বে মাদক, সন্ত্রাস ও জঙ্গীবাদ থেকে দুরে থাকি, খেলার মাঠে ফিরে আসার স্লোগানকে সামনে রেখে শনিবার বিকালে কেশবপুর পাবলিক ময়দানে প্রধান অতিতির বক্তব্য রাখেন প্রেসক্লাব যশোর-এর সাধারণ সম্পাদক এস.এম তৌহিদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার শরীফ রায়হান কবির। উপস্থিত ছিলেন থানর অফিসার ইনচার্জ সহিদুল ইসলাম সহিদ, তদন্ত ওসি শেখ মাসুদুর রহমান, মণিরামপুর থানার তদন্ত ওসি শ্যামলাল নাথ, কেশবপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক আলাউদ্দীন আলা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ শেখ আবু শাহীন, বিআরডিবির চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জয় সাহা, যুগ্ম-সম্পাদক জাহাঙ্গীর কবির মিন্টু, সদস্য আব্দুল হালিম অটল, আব্দুল গফুর, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক কাজী মানিক প্রমুখ। খেলার ধারা বর্ণনায় ছিলেন শেখ রেজাউল ইসলাম ও পুলিশ কর্মকর্তা রফিকুল ইসলাম। খেলা পরিচালনা করেন মোশারফ হোসেন।