এস আর সাঈদ, কেশবপুর (যশোর) থেকে :- যশোরের কেশবপুর পৌরসভার ৩টি রাস্তা পাঁকাকরণের কাজ বুধবার দুপুরে উদ্বোধন করা হয়েছে। ৩ লাখ ৮৩ হাজার পাকা ব্যায়ে কেশবপুর গমপট্টির ১ শত মিটার রাস্তা সিসি ঢালাই, ৩ লাখ ৩৬ হাজার টাকা ব্যায়ে বাজিতপুর খ্রীষ্টান মিশন সংলগ্ন ২ শত মিটার রাস্তা সিসি ঢালাই ও ২ লাখ ৮ হাজার ৬ শত ২২ টাকা ব্যায়ে আলতাপোল মেইন সড়ক হতে আব্দুল আজিজের বাড়ি পর্যন্ত ৯০ মিটার রাস্তা সিসি ঢালাইয়ের কাজ উদ্বোধন করেন পৌর মেয়র রফিকুল ইসলাম। উদ্বোধনকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর সভার নির্বাহী প্রকৌশলী ইমামূল হক, প্যানেল মেয়র বিশ্বাস শহিদুজ্জামান শহিদ, বিআরডিবির চেয়ারম্যান মদন সাহা অপু, পৌর কাউন্সিলর আফজাল হোসেন বাবু, পৌর কাউন্সিলর জাকির হোসেন, ঠিকাদার ওহেদুজ্জান বিশ্বাস, কার্যসহকারী হাফিজুর রহমান, সহকারী কর আদায়কারী আবুল হোসেন, যুবলীগনেতা রাজিব প্রমুখ।