জাতির বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী মুজিববর্ষ উপলক্ষে ভুমিহীন-গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রম ২য় পর্যায়ে রবিবার সকাল ১১ টায় সারাদেশে ভিডিও কনফারেন্স ও টেলিভিশনে সরাসরি সম্প্রচারের মাধ্যমে ৩ হাজার ৩ শত ৪০ টি পরিবারকে প্রধান অতিথি হিসাবে জমি-সহ গৃহপ্রদান উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ উপলক্ষে কেশবপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এক ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হয়। উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার রিযিবুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে কেশবপুর উপজেলায় ভুমিহীন-গৃহহীন ৫টি পরিবারের হাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার জমি সহ ঘর হস্তান্তর করেন উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমিন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইরুফা সুলতানা, উপজেলা প্রকৌশলী সাইফুল ইসলাম মোল্যা, থানার অফিসার ইনচার্জ বোরহান উদ্দীন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, সাতবাড়ীয়া ইউপি চেয়ারম্যান শামছুদ্দীন দফাদার, পল্লী বিদ্যুতের ডিজিএম আব্দুল লতিফ প্রমুখ। এসময় জমি ও গৃহহীন সাতবাড়ীয়া গ্রামের কামরুল বিশ্বাস, নজরুল ইসলাম গাজী ও শিউলী বেগম মালা এবং জাহানপুর গ্রামের হবিবর রহমান ও বাশারফ হোসেন সাদ্দামকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার জমি সহ ঘর প্রদান করা হয়।