
কেশবপুর (যশোর) প্রতিনিধি-
কেশবপুরে প্রমীলা ফুটবল খেলায় গোবিন্দপুর মাধ্যমিক বিদ্যালয় একাদশ ১-০ গোলে গড়ভাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়কে পরাজিত হরে চ্যাম্পিয়ান হয়েছে। শুক্রবার বিকালে দলিতের হারচয়েস প্রকল্পের উদ্যোগে সহকারী পরিচালক বাসন্তিলতা দাসের সভাপতিত্বে ও প্রকল্প ব্যবস্থাপক হুমাইয়ারা ইসলাম রাইসার পরিচালনায় বেশবপুর পাবলিক ময়দানে প্রধান অতিথি হিসাবে পুরস্কার বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান এইচ এম আমির হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শরীফ রায়হান কবির, পৌর মেয়র রফিকুল ইসলাম মোড়ল, থানর অফিসার ইনচার্জ সহিদুল ইসলাম, উপজেলা লেডিস ক্লাবের সভাপতি তানজিলা পিয়াস, সদর ইউপি চেয়ারম্যান অধ্যপক আলাউদ্দীন আলা, সাগরদাঁড়ি ইউপি চেয়ারম্যান কাজী মুস্তাফিজুল ইসলাম মুক্তো, পাঁজিয়া ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম মুকুল, প্যানেল মেয়র বিশ্বাস শহিদুজ্জামান শহিদ ও ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জয় সাহা। খেলা পরিচালনা করেন আতিয়ার রহমান, তজিবর রহমান ও নূরুল ইসলাম খান। খেলার ধারা বর্ণনায় ছিলেন শেখ রেজাউল ইসলাম।