
কেশবপুর (যশোর) প্রতিনিধি:-
কেশবপুর উপজেলার ত্রিমোহিনী ইউনিয়ন পরিষদের সভাকক্ষে অগ্রগতি সংস্থার আয়োজনে ফৌজদারী বিচার ব্যবস্থা ও জেন্ডার বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। জার্মান ডেভেলপমেন্ট কোঅপারেশন-এর আর্থিক সহযোগিতায় প্যানের চেয়ারম্যান আবুল কাশেম মোড়লের সভাপতিত্বে ইমপ্রুভমেন্ট অব দ্যা রিয়েল সিচ্যুয়েশন অব ওভারক্রাউডিং ইন প্রিজন্স ইন বাংলাদেশ প্রকল্পের আওতায় শনিবার অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ত্রিমোহিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিসুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভাল্যুকঘর পুলিশ ফাড়ির ইনচার্জ মিজানুর রহমান। কর্মশালা পরিচালনা করেন অগ্রগতি সংস্থার আইআরএসওপি প্রকল্পের প্রজেক্ট কর্ডিনেটর অসিত ব্যানার্জি, প্রকল্প ম্যানেজার আল মামুন, সুপারভাইজার মইনউদ্দীন আহম্মেদ মইন ও ত্রিমোহিনী ইউনিয়ন অর্গাইজার শাহিনা খাতুন।