
কেশবপুর (যশোর) প্রতিনিধি ॥
কেশবপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে কেশবপুর পাইলট স্কুল এন্ড কলেজ মাঠে বুধবার সকালে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুনামেন্টের উদ্বোধন করা হয়েছে। উপজেলা শিক্ষা অফিসার আকবর আলীর সভাপতিত্বে ও উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক নাজমূল হুদা বাবুর পরিচালনায় ইউনিয়ন পর্যায়ে বিজয়ী দলের অংগ্রহণে প্রধান অতিথি হিসাবে টুনামেন্টের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান এইচ এম আমির হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন যশোর জেলা পরিষদ সদস্য হাসান সাদেক, ভাইস চেয়ারম্যান আব্দুল লতিফ রানা ও ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী শিক্ষা অফিসার মাসুদুর রহমান, সাঈদুল ইসলাম, হারুনার রশিদ, আসাদুল ইসলাম প্রমুখ।