এস আর সাঈদ, কেশবপুর (যশোর) থেকে ॥
যশোরের কেশবপুরের আলতাপোল তেইশ মাইল নামক স্থানে বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ২৫ জন আহত হয়েছে। মারাতœক আহতাবস্থায় ১৫ জনকে কেশবপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানাগেছে, মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে যশোর থেকে সাতক্ষীরা অভিমুখে ছেড়ে আসা যাত্রীবাহি পাবনা ব-১১৯৯ নং বাসটি কেশবপুর উপজেলার আলতাপোল তেইশ মাইল নামক স্থানে একটি মোটর সাইকেলকে সাইড দেওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পাশে খাদে পড়ে যায়। বাসটি তাৎক্ষণিক দুমড়ে-মুচড়ে যায়। এসময় বাসের ২৫ জন যাত্রী আহত হয়। মারাতœক আহতাবস্থায় কেশবপুর উপজেলার আলতাপোল গ্রামের শামসুর রহমান (৩০), শাপলা (২০), কেশবপুরের শামীম (৩৮). জাহানারা (৫৯), আঃ সাত্তার (৫০), সাবদিয়া গ্রামের জরিনা (৩৫), আল আমিন (৩০), মজিদপুর গ্রামের আব্দুর রহমান (৩০), বসুন্তিয়া দীপা পাল (২০), মণিরামপুর ইপজেলার খানপুর গ্রামের বৈদ্যনাথ (৪৮), যশোর সদর উপজেলার ভেকুটিয়া গ্রামের তরিকুল (৩১), লামিয়া (১১), ধোপাখোলা গ্রামের সালেহা (৪০), কলারোয়ার মনিরুল (৩৮) ও ঢাকার সাইফুদ্দিন (৫২) কে উদ্ধার করে কেশবপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। উদ্ধার কাজে কেশবপুর থানার অফিসার ইনচার্জ শাহাজাহান আহম্মেদ-সহ থানা পুলিশ, ফায়ারসার্ভিসের সদস্য, আওয়ামী লীগনেতা গৌতম রায়-সহ এলাকাবাসি অংশ নেয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ শেখ আবু শাহীন আহতদের সার্বক্ষনিক সেবা নিশ্চিত করেছেন।
এদিকে আহতদের দেখতে উপজেলা চেয়ারম্যান এইচ এম আমির হোসেন, যশোর জেলা পরিষদ সদস্য হাসান সাদেক, ভাইস চেয়ারম্যান আব্দুল লতিফ রানা, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি তপন কুমার ঘোষ মন্টু, দপ্তর সম্পাদক মফিজুর রহমান মফিজ, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক খন্দকার আজিজ-সহ নেতৃবৃন্দ হাসপাতালে ছুটে যান।