
কেশবপুর (যশোর) প্রতিনিধি-
কেশবপুর পল্লীতে রাতের আধারে মৎস্য ঘের জবর দখলের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে।
কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগে জানাগেছে, উপজেলার বেতীখোলা গ্রামের আফছার আলী সরদারের পুত্র মতিয়ার রহমান সরদার বেতীখোলা বিলে ৯ বিঘা জমিতে একটি মৎস্য ঘের তৈরী করে মাছ চাষ করে আসছে। কিন্তু একই গ্রামের মৃত হাসেম আলী মোড়লের পুত্র মাষ্টার জহুরুল ইসলাম মোড়ল দীর্ঘদিন উক্ত মৎস্য ঘেরটি দখলের পায়তারা চালায়। তারই জের ধরে শনিবার গভীর রাতে মাষ্টার জহুরুল ইসলাম মোড়লে নেতৃত্বে ২০/২৫ জন ব্যাক্তি দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে ঐ মৎস্য ঘেরটি থেকে মাছ লুট করে জবর দখলের চেষ্টা চালায়। এসময় ঘেরের পাহারাদার ও ঘের মালিক মতিয়ারের আতœচিৎকারে এলাকাবাসি এগিয়ে আসলে তাদের জীবন নাশের হুমকি দিয়ে তারা চলে যায়। এব্যাপরে ঘের মালিক মতিয়ার রহমান উপজেলা নির্বাহি অফিসার-সহ বিভিন্ন দপ্তরে অভিযোগ করেছেন। উপজেলা নির্বাহী অফিসার শরীফ রায়হান কবির জানান, প্রাপ্ত অভিযোগটি তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।