
কেশবপুর (যশোর) প্রতিনিধি :-
কেশবপুরে মাছের ঘের থেকে আতাউর রহমান (২৫) নামে যুবকের রক্তাক্ত লাশ উদ্ধারের ঘটনায় থানায় মামলা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ ২ জনকে আটক করেছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার পাঁজিয়া ইউনিয়নের মনোহরনগর গ্রামের বাবুর আলী সরদারের ছেলে আতাউর রহমান সোমবার বিকেলে বাড়ি থেকে গরুর ঘাস কাটতে বের হয়। সন্ধ্যা পর্যন্ত তার কোন সন্ধান না পেয়ে পরিবারের লোকজন খুজতে বের হয়। সন্ধ্যায় তার বড় ভাই সিন্টু সরদার খোজ করতে গিয়ে মনোহরনগর বিলে আব্দুর রাজ্জাক সরদারের মাছের ঘেরের ভিতর আতাউরের লাশ দেখতে পেয়ে চিৎকার দিলে আশপাশের লোকজন ঘটনাস্থলে পৌছে লাশটি উদ্ধার করে বাড়ীতে নিয়ে আসে। পুলিশ খবর পেয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরী শেষে মঙ্গলবার সকালে মরদেহ যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় নিহতের ভাই সোহরাব হোসেন সিন্টু বাদী হয়ে অজ্ঞাতনামা আসামির নাম উল্লেখ করে থানায় একটি হত্যা মামলা দায়ের করে যার নং -০৪। তারিখ ০৪-০-১০-১৬। এদিকে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য মনোহরনগর গ্রামের মানিক সরদারের ছেলে আব্দুর রাজ্জাক (৩৮) ও মৃত নওয়াব আলী সরদারের ছেলে হাফিজুর রহমান লাঙ্গল (৫২)কে আটক করেছে।
কেশবপুর থানা অফিসার ইনচার্জ সহিদুল ইসলাম সহিদ জানান, থানায় মামলা হয়েছে। হত্যার সাথে জড়িত সন্দেহে ২ জনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। খুব শিগ্রই এর আসল রহস্য উদঘটন করা সম্ভব হবে।