
এস আর সাঈদ, কেশবপুর (যশোর) প্রতিনিধি-
কেশবপুর উপজেলা প্রশাসন ও শিশু একাডেমীর উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পূত্র শেখ রাসেলের ৫২তম জন্মবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার শিশু সমাবেশ, শিশুদের চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার শরীফ রায়হান কবিরের সভাপতিত্বে ও শিশু বিষয়ক অফিসার বিমল কুমার কুন্ডুর সঞ্চালনায় উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি তপন কুমার ঘোষ মন্টু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল লতিফ রানা। বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসা আকবর আলী, মাধ্যমিক শিক্ষা অফিসার নাজমূল হক, ওসি সহিদুল ইসলাম, যুবউন্নয়ন অফিসার পুলক শিকদার, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, শিক্ষক কনক দে, অধ্যাপক মশিউর রহমান, শিক্ষিকা অপর্ণ আইচ প্রমুখ।