কেশবপুর (যশোর) প্রতিনিধি ॥
আগামী কেশবপুর উপজেলা পরিষদ নির্বাচনে সম্ভাব্য ভাইস চেয়ারম্যান প্রার্থী আওয়ামী লীগনেতা সাংবাদিক এস আর সাঈদ বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার সাগরদাঁড়ি, সাতবাড়িয়া ও হাসানপুর ইউনিয়নে গণসংযোগ করেছেন।
চিংড়া বাজারে গণসংযোগকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক কাজী আজাহারুল ইসলাম মানিক, উপজেলা প্রেসক্লাবের সদস্য আলমগীর হোসেন, জাকির হোসেন সবুজ প্রমুখ।
বগা বাজারে গণসংযোগকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক এস এম বাবর আলী, কৃষকলীগনেতা সাকী প্রমুখ।
হাসানপুর বাজারে গণসংযোগকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হাসানপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক ওজিয়ার রহমান।
ভাল্যুকঘর বাজারে গণসংযোগকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাতবাড়িয়া ইউনিয়ন যুবলীগের যুগ্ম-আহ্বায়ক শামীম রেজা, ছাত্রীগ নেতা লিখন প্রমুখ।।