
কেশবপুর (যশোর) প্রতিনিধি ॥
আগামী কেশবপুর উপজেলা পরিষদ নির্বাচনে সম্ভাব্য ভাইস চেয়ারম্যান প্রার্থী আওয়ামী লীগনেতা সাংবাদিক এস আর সাঈদ পাঁজিয়া ও সুফলাকাটি ইউনিয়নে সোমবার সন্ধ্যায় গণসংযোগ করেছেন। পাঁজিয়া ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ে দলীয় নেতা-কর্মীদের সাথে মতবিনিময়কালে পাঁজিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম, কৃষকলীগনেতা মাহাবুর রহমান-সহ দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
সুফলাকাটি ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ে দলীয় নেতা-কর্মীদের সাথে মতবিনিময়কালে সুফলাকাটি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া মনি, ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক শাহীন আলম, রোজোয়ান হোসেন লিটন-সহ দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।