এস আর সাঈদ, কেশবপুর (যশোর) থেকে ॥
কেশবপুর উপজেলা স্কাউটসের আয়োজনে ৫দিন ব্যাপী ৪র্থ কাব ক্যাম্পুরী ও ৯ম স্কাউটস সমাবেশ রবিবার সমাপ্ত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানূর রহমানের সভাপতিত্বে ও শিক্ষক সুপ্রভাত বসুর সঞ্চালনায় স্থানীয় পাবিলিক ময়দানে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন যশোরের জেলা প্রশাসক আশরাফ উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন যশোর জেলা স্কাউটসের কমিশনার আঃ রহামান খান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ কবীর হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রবিউল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক নাজমূল হুদা বাবু প্রমুখ। উল্লেখ্য ৫ দিনের সমাবেশে ২৬০ টি শিক্ষা প্রতিষ্ঠান অংগ্রহণ করছে।