
কেশবপুর (যশোর) প্রতিনিধি :
যশোরের কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সৌজন্যে শনিবার উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পৌর কাউন্সিলর শেখ এবাদত সিদ্দিক বিপুলের আয়োজনে এক দোয়া ও ইফতার মাহফিল স্থানীয় ক্যাফে ডে লাইটে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইফতার মাহফিলের আয়োজক উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পৌর কাউন্সিলর শেখ এবাদত সিদ্দিক বিপুল। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহ-সভাপতি কৃষ্ণপদ দাস, সাধারণ সম্পাদক রমেশ চন্দ্র দত্ত, যুগ্ম-সম্পাদক গৌতম চট্টোপাধ্যায় ও মেহেদী হাসান জাহিদ, সাংগঠনিক সম্পাদক মিলন কুমার দে, সহ-সাংগঠনিক সম্পাদক গোলাম ফারুক বাবু, কোষাধ্যক্ষ উজ্জ্বল অধিকারী, প্রচার সম্পাদক সোহেল পারভেজ, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক শ্যামল বসু, সদস্য আলমগীর হোসেন, কে.এম মিজানুর রহমান, জাকির হোসেন সবুজ, সাংবাদিক অসীম ঘোষ, শামীম রেজা, মাহাবুর রহমান প্রমুখ। ইফতারের পূর্বে কেশবপুর উপজেলা বাসির শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া মাহফিল পরিচালনা করেন সাংবাদিক আলমগীর হোসেন।