
কেশবপুর (যশোর) প্রতিনিধি
কেশবপুর-পাটকেলঘাটা সড়কের সেনপুরে গরুর হাট বসায় সে কোন সময়ে বড় ধরণের সড়ক দূর্ঘটনা ঘটতে পারে।
সরেজমিন জানাগেছে, কেশবপুর থেকে সাতক্ষীরা জেলা শহরে যাওয়ার জন্য অতি গুরুত্বপূর্ণ সড়ক হচ্ছে কেশবপুর- পাটকেলঘাটা সড়ক। গত ঈদের ঐ সড়কের সেনপুরে একটি অস্থায়ী গরুর হাট বসানো হয়। কিন্তু ঐ গরুর হাটটি স্থায়ীভাবে বসানোর চেষ্টা চলছে। সড়কের উপরে গরুর হাট বসানোর কারণে যে কোন সময়ে বড় ধরণের সড়ক দূর্ঘটনা ঘটে প্রাণহানি হতে পারে। অপরদিকে কেশবপুর উপজেলার সুড়িঘাটা বাজারে প্রায় ১ শত বছর যাবৎ প্রতি বৃহস্পতিবার ও সোমবার গরুর হাট বসে। ঐ হাট থেকে সরকার প্রতিবছর হাজার হাজার টাকা রাজস্ব পেয়ে থাকে। অথচ একই দিন সুড়িঘাটা গরু হাটের মাত্র ৭ শত হাত দূরে সেনপুরে সড়কের উপর গরুর হাট বসায় হাট কর্তৃপক্ষ-সহ এলাকাবাসির মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। তাছাড়া সুড়িঘাটা বাজরে গরু আনতে সেনপুরে হরুর হাট থেকে বাধা প্রদান করারও অভিযোগ উঠেছে। এব্যাপারে সুড়িঘাটা গরুর হাট কমিটির সভাপতি আলাউদ্দীন মোড়ল জানান, কেশবপুরে বগা মৌজার নিকটে সেনপুরে উক্ত গরুর হাট প্রতিষ্ঠা করে শত বছরের সুড়িঘাটা বাজারের ঐতিহ্যবাহি গরুর হাটিটি ধ্বংসের পায়তারা চলছে। তিনি অবিলস্বে বিষয়টির উপর প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।