
যশোরের কেশবপুর পৌর এলাকায় করোনা ভাইরাস সংক্রামন প্রতিরোধে বিট পুলিশের এক জরুরী সভা রবিবার সকালে পৌরসভা কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। পৌর মেয়র রফিকুল ইসলামের সভাপতিত্বে ও এস আই হাসানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন যশোর জেলার মণিরামপুরের সহকারী পুলিশ সুপার আশেক সুজা মামুন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ বোরহান উদ্দীন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, পৌর কাউন্সিলর শেখ আতিয়ার রহমান, উপজেলা যুবলীগের আহŸায়ক ও পৌর কাউন্সিলর বি এম শহিদুজ্জামান শহিদ, সাংবাদিক সিরাজুল ইসলাম, ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খলিলুর রহমান, পৌর যুবমহিলা লীগের ফতেমা খাতুন প্রমুখ। সভায় পৌর এলাকায় করোনা ভাইরাস সংক্রামন প্রতিরোধে পুলিশি তৎপরতা বৃদ্ধির সিদ্ধান্ত গ্রহীত হয়।