
কেশবপুর পৌরসভা নির্বাচনে ফের মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী রফিকুল ইসলাম মোড়ল। তিনি পেয়েছেন ১১ হাজার ৮শ ’ ৮৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দী ধানের শীষ প্রতীকের আব্দুস সামাদ বিশ্বাস পেয়েছেন ২ হাজার ৩ শ’ ১৩ ভোট। এছাড়া, ইসলামি আন্দোলন বাংলাদেশ প্রার্থী হাতপাখা প্রতীকের আব্দুল কাদেও পেয়েছেন ৪ শ’ ১০ ভোট।
কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার এম এম আরাফাত হোসেন জানান, বেসরকারিভাবে নৌকা প্রতীকের রফিকুল ইসলাম মোড়ল বিজয়ী হয়েছে।
কাউন্সিলর নির্বাচিত হয়েছেন এক নম্বর ওয়ার্ডে আতিয়ার রহমান (আওয়ামীলীগ), দু’নম্বর ওয়ার্ডে মশিয়ার রহমান (বিএনপি), তিন নম্বর ওয়ার্ডে কবির হোসেন (আওয়ামীলীগ), চার নম্বর ওয়ার্ডে আফজাল হোসেন বাবু (বিএনপি), পাঁচ নম্বর ওয়ার্ডে বিশ্বাস শহীদুজ্জামান শহীদ (আওয়ামীলীগ ), ছয় নম্বর ওয়ার্ডে মনোয়ার হোসেন মিন্টু (আওয়ামীলীগ), সাত নম্বর ওয়ার্ডে কামাল খান (আওয়ামীলীগ) , আট নম্বর ওয়ার্ডে আব্দুল হালিম এবং নয় নম্বর ওয়ার্ডে শেখ এবাদত সিদ্দিক বিপুল ( আওয়ামীলীগ) ।
সংরক্ষিত মহিলা আসনের ১ নং ওয়ার্ডে খাদিজা খাতুন (আওয়ামীলীগ), ২ নং ওয়ার্ডে আছিয়া খাতুন (বিএনপি) ও ৩ নং ওয়ার্ডে আসমা খলিল (আওয়ামীলীগ) নির্বাচিত হয়েছেন।
রোববার রাত ৮ টায় কেশবপুর উপজেলা রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন ফলাফল ঘোষণা করেন। এবারই প্রথম কেশবপুর পৌরসভায় ইভিএম এ ভোট গ্রহণ করা হয়।