যশোরের কেশবপুর পৌরসভার অর্ন্তগত মসজিদের ইমাম ও মুয়াজ্জিন এবং মন্দিরের পুরোহিত ও সহকারী পুরোহিতদের মাসিক হারে সম্মানী ভাতা প্রদান করা হয়েছে। বুধবার সকালে পৌরসভার সম্মেলন কক্ষে পৌরসভার অর্ন্তগত ৬২ টি মসজিদের ইমাম ও মুয়াজ্জিন এবং ৪টি মন্দিরের পুরোহিত ও সহকারী পুরোহিতদের মাঝে জানুয়ারি মাসের মাসিক সম্মানী ভাতা প্রদান করেন পৌর মেয়র রফিকুল ইসলাম। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, পৌর নির্বাহী কর্মকর্তা মোশারফ হোসেন, প্যানেল মেয়র মনোয়ার হোসেন মিন্টু, পৌর কাউন্সিলর মশিয়ার রহমান, পৌর কাউন্সিলর আতিয়ার রহমান, পৌর কাউন্সিলর আফজাল হোসেন বাবু, পৌর কাউন্সিলর আব্দুল হালিম মোড়ল, সংরক্ষিত মহিলা কাউন্সিলর আসমা খলিল, পৌরসভার উচ্চমান সহকারী শেখ হাবিবুর রহমান, বাজার পরিদর্শক মিজানুর রহমান প্রমুখ।