
কেশবপুর (যশোর) প্রতিনিধি ॥ কেশবপুর পৌরসভার ৮নং ওয়ার্ড কাউন্সিলর ও পৌর জাতীয় শ্রমিক লীগের যুগ্ম-আহ্বায়ক মফিজুর রহমান খান সড়ক দূর্ঘটনায় মারাতœক আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।
জানাগেছে, পৌর কাউন্সিলর মফিজুর রহমান খান শুক্রবার রাত ৯ টার দিকে মোটর সাইকেল যোগে পাঁজিয়া সড়ক দিয়ে যাওয়ার পথে শহরের কেশবপুর পাইলট স্কুল এন্ড কলেজ সংলগ্ন সড়কের একটি গর্তে মোটর সাইকেল-সহ পড়ে যান। এসময় কাউন্সিলর মফিজ মারাতœকভাবে আহত হন। এলাকাবাসি তাঁকে দ্রুত উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করেন। এদিকে শনিবার সকালে উপজেলা চেয়ারম্যান এইচ এম আমি হোসেন ও ভাইস চেয়ারম্যান আব্দুল লতিফ রানা আহত কাউন্সিলর মফিজ দেখতে যান এবং তাঁর শারীরিক খোঁজ-খবর নেন।
অপরদিকে সড়ক দূর্ঘটনায় আহত পৌর কাউন্সিলর মফিজুর রহমান খানের আশু সুস্থ্যতা কামনা করেছেন পৌর মেয়র রফিকুল ইসলাম মোড়ল, প্যানেল মেয়র বিশ্বাস শহিদুজ্জামান শহিদ-সহ পৌরভার সকল কাউন্সিলর, কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ।