২২শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ৯ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • খুলনা
  • কেসিসি নির্বাচন: সংরক্ষিত আসন ০৭ এ আলোচনায় সাবিয়া ইসলাম আঙ্গুরা




কেসিসি নির্বাচন: সংরক্ষিত আসন ০৭ এ আলোচনায় সাবিয়া ইসলাম আঙ্গুরা

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : এপ্রিল ০৬ ২০১৮, ২২:৩৫ | 766 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

মেহেদী হাসান, খুলনা থেকেঃ-  সিটি করপোরেশন নির্বাচনকে কেন্দ্র করে  খুলনা শহর সরগরম হয়ে উঠেছে। চায়ের দোকান, হোটেল-রেস্তরাঁ, অফিস, বাসাবাড়ি সর্বত্রই আলোচনার ঝড় বইছে। কে হচ্ছেন মেয়র প্রার্থী, কে হচ্ছেন কাউন্সিলর এসব আলোচনায়  পিছিয়ে নেই সংরক্ষিত মহিলা আসনও। কেসিসির ১৯, ২০, ২৫ ও ২৬ নং ওয়ার্ড  নিয়ে গঠিত সংরক্ষিত আসন ০৭ এ চলছে তারই ধারাবাহিকতা।

সূত্রে জানা যায়, কেসিসির সংরক্ষিত আসন ০৭ এর বর্তমান মহিলা  কাউন্সিলর মাহমুদা বেগম ফের মনোনয়ন চাইবেন। ফলে আলোচনায় প্রাধান্য পাচ্ছে, তিনি কি ধারাবাহিকতা বজায় রেখে এবার সংরক্ষিত কাউন্সিলর  পদটি ধরে রাখতে পারেবে নাকি বিএনপি-জামায়াত এক হয়ে তা দখলের লড়াইয়ে অবতীর্ণ হবে।

আওয়ামী লীগের নেতাকর্মীদের একটি অংশ মনে করেন, ভোটাররা পরিবর্তন চাইছে। এ কারণে আলোচনায় প্রধান্য পাচ্ছেন ২৫ নং ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবিয়া ইসলাম আঙ্গুরা। খুলনা সিটি কলেজ শাখা ছাত্রলীগের সাবেক নেত্রী সাবিয়া ইসলাম আঙ্গুরা বর্তমানে খুলনা মহানগর মহিলা আওয়ামী লীগের সদস্য, বাংলাদেশ মানবাধিকার কমিশন  খুলনা মহানগর মহিলা শাখার সাধারণ সম্পাদক এবং সোনাডাঙ্গা মডেল থানা মহিলা পুলিশিং এর যুগ্ম সাধারণ সম্পাদক।

তিনি শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ, অসহায় ও দুস্থদের আর্থিক সহযোগীতা প্রদান সহ বিভিন্ন সমাজসেবা মূলক কাজ করে ইতোমধ্যে ভোটারদের দৃষ্টি আকর্ষণ করেছেন। দলের তরুণ নেতাকর্মীদের একটি অংশ রয়েছে তার পক্ষে।

এছাড়াও সাবেক সংরক্ষিত কাউন্সিলর মামুনা আকতার খুকুমনি ও সোনাডাঙ্গা থানা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরজাহান রুমি ও নির্বাচন করতে আগ্রহী বলে জানাগেছে। তবে দলীয় মনোনয়ন যেই পাক না কেন মূল লড়াই বিএনপি ও আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর মধ্যে হবে বলে সবাই মনে করছেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET