
তন্ময় আহমেদ নয়ন ,লালমনিরহাট প্রতিনিধিঃ
একাধিক মানুষের অভিযোগের ভিত্তিতে অনুসন্ধান করা হয় রাবেয়া বেগম নামের এই মহিলাটির বিষয়ে। আমরা টেলিভিশনের পর্দায় বিভিন্ন নাগ নাগিনীর সিনেমা দেখে থাকলেও বাস্তবে পৃথিবীতে নাগ নাগিনী নেই বলেই জানি। সেই সিনেমার মতই এই মহিলা নাগিনী সেজে প্রতারনা করছে সমাজের বৃদ্ধ বয়সী বিভিন্ন পেশার মানুষ ও সহজ সরল মহিলাদের সাথে। রাবেয়া বেগম নামের মহিলাটির বাসা লালমনিরহাট সদর উপজেলার ডায়াবেটিকস হাসপাতাল সংলগ্ন।রাবেয়া বেগম সিনেমার স্টাইলে নাগিনীর অভিনয়ের মাধ্যমে কবিরাজি চিকিৎসা দেওয়ার কথা বলে লুটে নিচ্ছে সাধারন মানুষের শত শত টাকা। প্রথমেই তার কোনো রোগীর কাছে নিজের অতীত,বর্তমান ও ভবিষ্যৎ এর কথা বলে দেওয়ার নাম করে ১০১/-টাকা নিয়ে থাকে। তারপর লোকটিকে ভুলভাল বুঝিয়ে নিয়মিত আসতে বলে তার বাসায়।শুরু হয় তার বিরতিহীন প্রতারণার ফাঁদ। প্রিয় পাঠক,ইচ্ছাধারী ঐ নাগিনের ভিডিও সহ গুরুত্বপূর্ণ তত্ব থাকছে পরবর্তী প্রতিবেদনে। চোখ রাখুন আমাদের নিউজ পোর্টালে।
Please follow and like us: