
কোম্পানীগঞ্জ ঃ
সিলেটের কোম্পানীগঞ্জে শামসির আলী (২০) নামক এক যুবকের লাশ পাওয়া গেছে। রোববার (১১ জুন) ভোরে উপজেলার পাড়ুয়া নোয়াগাও গ্রামের ইউনুছ আলী তার বাড়ির পেছনের বাঁশঝাড়ে ছোট একটি গাছের ডালের সাথে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করে কোম্পানীগঞ্জ থানা পুলিশ। নিহত শামসির আলী কোম্পানীগঞ্জ উপজেলার ইসলামপুর পশ্চিম ইউনিয়নের পাড়ুয়া নোয়াগাও গ্রামের আব্দুল মালিক ওরফে গরীর উল্ল্যার ছেলে। ওয়ার্ড এব্যাপারে স্থানীয় মেম্বার দুলাল মিয়া দুলার সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, ইউনুছ আলী ফোন করে জানালে আমরা ঘটনাস্থলে যাই এবং সেখানে শামসির আলীর লাশ দেখতে পাই। কোম্পানীগঞ্জ থানার এসআই পরিতোষ জানান, এটা আত্মহত্যা না খুন তা এখনো নিশ্চিত হয়নি, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে। কোম্পানীগঞ্জ থানার ওসি আলতাফ হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের পিতা বাদী হয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেন।