আলী হোসেন, কোম্পানীগঞ্জ :
‘উন্নয়নের রোল মডেল, শেখ হাসিনার বাংলাদেশ’ এই স্লোগানে সারা দেশের ন্যায় কোম্পানীগঞ্জেও শুরু হয়েছে তিন দিনব্যাপী উন্নয়ন মেলা ২০১৮। এরই ধারাবাহিকতায় উপজেলা প্রশাসনের আয়োজনে ১১জানুয়ারী বৃহস্পতিবার সকাল ১০টায় ৩দিন ব্যাপী উন্নয়ন মেলা ২০১৮ এর শুভ উদ্বোধন করা হয়েছে। পরে সকাল ১১টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান মন্ত্রী শেখ হাসিনা এ মেলার উদ্বোধনী অনুষ্টান সম্প্রচার করেন। মেলা উদ্বোধন উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুল লাইছ এর নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়।
র্যালীতে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ আব্দুল বাছির, ভাইস চেয়ারম্যান সামছুল ইসলাম,উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ইয়াকুব আলী, মুক্তিযোদ্বা কমান্ডার ডা. আব্দুন নুর, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বদিউজ্জামান, পশ্চিম ইসলামপুর ইউনিয়নের চেয়ারম্যান শাহ মোহাম্মদ জামাল উদ্দিন, এম সাইফুর রহমান ডিগ্রি কলেজের অধ্যক্ষ্য নজরুল ইসলাম,উপজেলা সমবায় অফিসার অলি আহাদ চৌদুরী, ডিজিএম খুরশেদ আলম প্রমুখ।
মেলায় সরকারী- বেসরকারী, স্বেচ্ছাসেবী ও বিভিন্ন উন্নয়ন দফতরের প্রায় ৪৫টি স্টল বসেছে। স্টলগুলোতে সরকারের উন্নয়ন নিয়ে বিভিন্ন ব্যানার, ফেষ্টুন, ডকুমেন্টারী দেখানো হচ্ছে। ১১ জানুয়ারী থেকে উন্নয়ন মেলা শুরু হয়ে চলবে ১৩ জানুয়ারী পর্যন্ত।