আলী হোসেন, কোম্পানীগঞ্জ, সিলেট:
কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহাম্মদ আবুল লাইছ সিলেট জেলার শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার নির্বাচিত হওয়ায় বাংলাদেশ মানবাধিকার কমিশন কোম্পানীগঞ্জ উপজেলা শাখার পক্ষ থেকে শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ মানবাধিকার কমিশন কোম্পানীগঞ্জ উপজেলার সভাপতি এম. হাবিবুল্লাহ জাবেদ, সহ-সভাপতি ওমর ফারুক, সাধারন সম্পাদক রিপন আহমদ, যুগ্ম সাধারন সম্পাদক দিলোয়ার মাহমুদ রিপন, জাকির হোসেন, অর্থ সম্পাদক মোর্শেদ আলম, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মোহাম্মদ জামাল উদ্দিন, সহ দপ্তর সম্পাদক আকবর আলী, কার্যকরী সদস্য মোঃ এমরান হোসাইন, এস. কে. সুমন ও জীবন আহমদ প্রমুখ।
উল্লেখ গত ৭ই মার্চ সিলেট জেলা স্টেডিয়াম সংলগ্ন মোহাম্মদ আলী জিমনেসিয়ামে অনুষ্ঠিত তিনদিন ব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলার শেষ দিনে তাঁর হাতে সিলেটের বিভাগীয় কমিশনার ড. নাজমানারা খানুম সেরা ইউএনওর ক্রেস্ট ও সম্মাননা সনদ তুলে দেন। বর্তমান সরকারের বিভিন্ন ডিজিটাল সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে নিরলস পরিশ্রমের পাশাপাশি ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে সরকারের গৃহীত বিভিন্ন কর্মসূচীর যথাযথ বাস্তবায়ন, বাল্যবিবাহ নিরোধ, পরিবেশ সুরক্ষা, শিক্ষা ব্যবস্থার উন্নয়নসহ নানাবিধ রাষ্ট্রীয় কাজে সফল অবদান রাখার স্বীকৃতি স্বরূপ তাঁকে সিলেট জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচন করা হয়। সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার কৃতিসন্তান মুহাম্মদ আবুল লাইছ গত বছরের ফেব্রুয়ারি মাসে সিলেট জেলার কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদানের পর থেকে বিভিন্ন ক্ষেত্রে অনন্য অবদান রেখে চলেছেন। বিশেষ করে অবৈধভাবে পাথর উত্তোলনের মাধ্যমে পরিবেশ বিনষ্টকারী বোমা মেশিন ও স্থানীয় পাথরখেকোদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে ব্যাপক প্রশংসা অর্জন করেছেন।