নিউজ ডেস্ক : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে দারুণ ছন্দে রয়েছে বিরাট কোহলির দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। শুক্রবার রাইজিং পুনে সুপারজায়ান্টসের বিপক্ষে কোহলি-ডি ভিলিয়ার্সের নৈপুণ্যে ১৩ রানের জয় পায় বেঙ্গালুরু।
তবে দল জিতলেও বেঙ্গালুরু শিবিরে অসন্তোষের বাতাস বইছে। কেননা স্লো ওভার রেটের জন্য বেঙ্গালুরু অধিনায়ক বিরাট কোহলিকে ১২ লাখ ভারতীয় রুপি জরিমানা করা হয়েছে।
জরিমানা নিয়ে আইপিএল কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, ‘গত রাতে রাইজিং পুনে সুপারজায়ান্টসের বিপক্ষে স্লো ওভার রেটের জন্য রয়্যাল চ্যালেঞ্জোর্স বেঙ্গালুরুর অধিনায়ক বিরাট কোহলিকে জরিমানা করা হয়েছে। এই মৌসুমে এটা তার প্রথম অপরাধ বলে আইপিএলের কোড অব কন্ড্রাক্ট অনুযায়ী তাকে সর্বনিম্ন ওভার রেটের শাস্তি দেওয়া হয়েছে। কোহলিকে ১২ রাখ রুপি জরিমানা করা হয়েছে।’
শুক্রবার শুরুতে ব্যাট করতে নেমে বেঙ্গালুরুর হয়ে ৪৬ বলে ৮৩ রান করেন এবি ডি ভিলিয়ার্স। তার ওই ইনিংসটিতে ৬টি চার এবং ২টি ছক্কার মার ছিল। অন্যদিকে ৬৩ বলে ৭ চার ও ২টি ছক্কায় ৮০ রানের আরো একটি চমৎকার ইনিংস আসে কোহলির ব্যাট থেকে।